
ব্রাহ্মণবাড়িয়ায়।।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সার্বিক তত্ত্বাবধানে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাগতিক হবার গৌরব অর্জন করেছে। স্বাগতিক হবার এই সম্মান সমগ্র জেলাবাসীর। আগামী ২৫, ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ২০২৩ খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যাম্পে বাংলাদেশ ছাড়াও সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন- সব পেয়েছি’র আসর, কিশোর বাহিনী, ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাব ও নেপাল থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।উক্ত ক্যাম্প- সার্বজনীন ও সফল করতে কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি ডা.মো.আবু সাঈদ সবার সহযোগিতা কামনা করেন।।