
ব্রাহ্মণবাড়িয়া।।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরে মহাসড়কের পাশে ট্রাক্টর উল্টে জসিম মিয়া (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।আজ সোমবার দুপুরে উপজেলার চান্দুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। এছাড়া কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মহাসড়কে লরির নীচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় সদর উপজেলা আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস (২২) সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর আলীর ছেলে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- ঘাটুরা গ্রামের সারাফাত মিয়ার ছেলে বাছির (২৮) ও শহরের পীরবাড়ি এলাকার দুদ মিয়ার ছেলে জুয়েল (২৪)।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মোটরসাইকেলে করে তিনজন ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। আহরন্দ এলাকায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত ও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) নাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি ভুল পথ (রং সাইড) দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল আরোহীর পড়নে হেলমেট ছিল না। মোটরসাইকেলটিও নম্বরবিহীন ছিল। লাশ পুলিশের হেফাজতে আছে।সরাইল খাঁটিহাতা হাইওয়ে ওসি আকুল চন্দ্র বিশ্বাস পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।