নাসিরনগর।।
নদীর পাশ থেকে যুবকের উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। তবে নিহতের ৩০ বছরের যুবকের পরিচয় পাওয়া যায়নি।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকার বলভদ্র নদীর দক্ষিণ পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, সকালে বলভদ্র নদীর দক্ষিণ পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে। মরদেহটি তিন-চারদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নিহতের শরীরে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে হলুদ-কালো গেঞ্জি ও লাল প্যান্ট ছিল।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor