আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে করোনা হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার

আখাউড়া, আন্তর্জাতিক 26 December 2022 ১২৯

আখাউড়া।।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে করোনা ওমিক্রনের উপধরণ বিএফ-৭ এর সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে চেকপোস্টের হেলথ স্ক্রিনিং বুথে যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করা হয়েছে।বিশেষ করে ভারত থেকে আসা যাত্রীদের থার্মাল স্ক্যানার ও ইনফারেড থার্মোমিটার দিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন যাত্রীর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রয়েছে। দুপুর ১টা পর্যন্ত ছয়জন ভারতীয় নাগরিকের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। তবে ছয়জনের রিপোর্টই নেগেটিভ এসেছে।
হেলথ স্ক্রিনিং বুথের কর্তব্যরত চিকিৎসক ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. জহির উদ্দিন জানান, করোনা প্রতিরোধে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে আগত সকল যাত্রীর স্বাস্থ্যগত তথ্যগুলো নির্ধারিত ফরমে লিপিবদ্ধ করা হচ্ছে। কাউকে সন্দেহ হলে চেকপোস্টেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে। যদি কেউ পজিটিভ হন, তাহলে কোয়ারেন্টাইনে রাখা হবে।ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও জোরদার করার জন্য রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা আসে। এর প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।