বিজয়নগর।।
তিন ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আরেক ট্রাকচালক ও তার সহকারী আহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।আজ মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়ার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ঢাকামুখী পাথরবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাথরবাহী ট্রাকচালক সাইদুল।এ সময় আহত হয়েছেন আরেক ট্রাকচালক ও তার সহকারী। তাদের উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সাইদুলেল মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশা ও রাতে হালকা বৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন।
Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor