
ব্রাহ্মণবাড়িয়া।।
সেচযন্ত্রে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।আজ
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউপির চান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রীর বাড়ী চান্দি এলাকার জসিম উদ্দিনের মেয়ে ইয়াশপি বেগম। ইয়াশপি আখাউড়া উপজেলার খড়মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান,আজ মঙ্গলবার দুপুরে ইয়াশপি বেগম তার চাচির সঙ্গে আখাউড়া উপজেলার রাণীখার এলাকায় ফুফুর বাড়িতে দাওয়াত খেতে যায়। দাওয়াত খেয়ে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সদর উপজেলার বাসুদেব ইউপির চান্দি এলাকায় অসতর্কতাবশত সেচযন্ত্রের সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে যায়। পরে সেচযন্ত্রের সঙ্গে আটকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।