আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আখাউড়া ইউএনও’র মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবি

আখাউড়া, সারাদেশ 28 December 2022 ১৮৫

আখাউড়া।।

ইউএনও’র অফিসিয়াল মুঠোফোন নম্বর ক্লোন করে টাকা দাবির ঘটনা ঘটেছে।আজ বুধবার সন্ধ্যায় ওব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্লোন নম্বর থেকে ফোন করে উপজেলার ধরখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাফিকুল ইসলাম সাফিক এবং দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের কাছে প্রকল্প দেওয়ার কথা বলে টাকা দাবি করে। নম্বর ক্লোন হওয়ার বিষয়টি ইউএনও অংগ্যজাই মারমা উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে এ বিষয়ে সকলকে সতর্ক করেছেন।এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, আজ বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে ফোন করে একটি প্রকল্প বরাদ্দ দেওয়ার নাম করে আমার কাছে টাকা দাবি করেন।কিন্তু কন্ঠস্বর শুনে আমার সন্দেহ হলে আমি বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি।
এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজন চেয়াম্যানের মাধ্যমে আমার নম্বর ক্লোন হওয়ার বিষয়টি জানতে পেরেছি। আমি সবাইকে সতর্ক করেছি।