আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

জাতীয়, রাজনীতি, সরাইল, সারাদেশ 1 January 2023 ১০৮

ঢাকা।।

।। উপনির্বাচনে আওয়ামী লীগ তিনটিতে,১৪ দলের শরীক দু’টিতে মনোনয়ন দিল একটি উম্মুক্ত।।

উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্বান্ত দিয়েছে ছয়টি আসনের তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ আর দুটিতে দেবে ১৪ দলের শরীকদের এবং বাকি একটি আসন সবার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে।আজ রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্বান্ত নেওয়া হয়।চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু ও চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আব্দুল ওদুদকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মুক্ত রাখা হয়েছে। ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।এর আগে, রোববার বিকেল সাড়ে ৪টায় পর গণভবনে মনোনয়ন বোর্ড সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধামন্ত্রী শেখ হাসিনা।এতে সংসদীয় বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, রাশিদুল আলম, দীপু মনি ও আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।এদিকে ছয়টি আসনে মনোনয়নের জন্য আওয়ামীলীগের অনেক নেতারাই দৌড়ঝাঁপ করছেন।