
বাঞ্ছারামপুর।।
১২০টি টেঁটাসহ নরসিংদীর ৪ জনকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশ।আটককৃতরা হলেন- আশকর আলী (৬০) নরসিংদী জেলার মাধবদী উপজেলার চরদিঘলদী এলাকার আ. হামিদের ছেলে, একই এলাকার হাসেম মিয়ার ছেলে বাতেন মিয়া (৪৫), ছেকেন মিয়ার ছেলে খোকন মিয়া (৪০) ও ছানাউল্লাহর ছেলে খাইদর মিয়া প্রকাশ হায়দর (৩৫)।শুক্রবার (৬ জানুয়ারি) ভোর রাতে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউপির চরশিবপুর পশ্চিমপাড়া এলাকার এরশাদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।বাঞ্ছারামপুরে থানার ওসি নূরে আলম জানান, এরশাদ মিয়ার বাড়িতে অভিযানকালে তল্লাশি করে ৬টি আটিতে মোট ১২০টি টেঁটা উদ্ধার করা হয়। আটককৃতরা জেলার বিভিন্ন জায়গায় ভাড়ায় মারামারি করে থাকে। তারা নরসিংদী জেলার রায়পুরায় মারামারি করার জন্য এরশাদ মিয়ার বাড়িতে সংঘবদ্ধ হয়েছিলো। ভাড়া করা আসামিদের আশ্রয়দানকারী এরশাদ মিয়াকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।