নবীনগর।।
নবীনগর উপজেলায় নিখোঁজের পর দিন পুকুর থেকে শিশুর মরদেহ উদ্বার। সাইমন (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।আজ সোমবার (২৩ জানুয়ারি) উপজেলার জিনোদপুর গ্রামের এক পুকুর থেকে শিশু সাইমন (৫)এর মরদেহ উদ্ধার করা হয়।নবীনগর থানা পুলিশের ওসি সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমন গতকাল রোববার থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খুঁজেও তার সন্ধান পাননি। অবশেষে আজ সকালে ওই শিশুকে মৃত অবস্থায় বাড়ির পাশের পুকুরে পাওয়া যায়। ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor