
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি শাহরিয়ার মোঃ ফিরোজ আর নেই। বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। তিনি জটিল নিউমোনিয়াসহ আরো কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে বাদ আছর মজলিশপুর ইউনিয়নের মৈন্দ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিউনিষ্ট পার্টির সদস্য, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, এডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সভাপতি এডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা ইফতেখার উদ্দিন দুলাল, মজলিশপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে রাসেল। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শাহরিয়ার ফিরোজের নানা স্মৃতিচারণা করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।পরে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষে এডভোকেট লোকমান হোসেন, আব্দুল খালেক বাবুল ও ইফতেখার উদ্দিন দুলাল, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে রাগিব আহসান মুন্না, এডভোকেট হাসান তারিক চৌধুরী সোহেল, কমিউনিস্ট পার্টির নেতা এডভোকেট সৈয়দ মোঃ জামাল, কমরেড আছমা খানম, জেলা ওয়ার্কার্স পার্টির পক্ষে এডভোকেট কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, এডভোকেট মোঃ নাসির, কমরেড নজরুল ইসলাম ও দীপক চৌধুরী বাপ্পী, জেলা বাসদের সভাপতি প্রবীর চৌধুরী রিপন,জেলা ঐক্য ন্যাপের সাধারন সম্পাদক আবুল কালাম নাঈম,জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শামীমা সিকদার দিনা, আছমা খানম, উদীচীর পক্ষে জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটি, সরাইল কমিউনিস্ট পার্টি, নবীনগর কমিউনিষ্ট পার্টির নেতৃবৃন্দ।
জানাজায় কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ, জেলা আওয়ামীলীগ-ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দসহ সাংবাদিক নেতা জাবেদ রহিম বিজনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ যোগ দেন। জানাজা শেষে তার মরদেহ কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা ঢেকে দেয়া হয়। এরপর শ্রদ্ধাজ্ঞাপন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শাহরিয়ার ফিরোজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দু’বার চেয়ারম্যান ছিলেন। শাহরিয়ার ফিরোজ ছিলেন একজন সৎ ও ন্যায়পরায়ন মানুষ। আজীবন সমাজ বদলের লড়াই সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন। তিনি ২০০৯ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেয়ার আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্পাদক ছিলেন। তিনি জেলা কৃষক সমিতিরও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন।