পুকুরে ডুবে দুই বছরের শিশু মৃত্যু

৪ ফেব্রুয়ারি, ২০২৩ : ৪:১৯ অপরাহ্ণ ৩৫

ব্রাহ্মণবাড়িয়া।।

পুকুরে ডুবে দুই বছরের এক শিশু মৃত্যু হয়েছে।আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় শহরতলীর ঘাটুরা খন্দকার বাড়ি এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশু জায়ান(২) ওই এলাকার আলামিন মিয়ার ছেলে।জায়ানের বাবা আলামিন মিয়া বলেন, আজ দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গেই ছিল জায়ান।আজ দুপুরে রান্না করার সময় সবার অগোচরে শিশু জায়ান বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে বিকেলে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com