আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত

আশুগঞ্জ, সারাদেশ 9 February 2023 ৯০

আশুগঞ্জ।।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নারী নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা নামক স্থানে এ দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) নারী নিহত হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।খাটিহাতা থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরাইলের বিশ্বরোড থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান খড়িয়ালা এলাকা অতিক্রম করছিল। এসময় এক নারী রাস্তা পারাপার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহতের পরিচয় জানা যায়নি। তার নাম পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।