আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত

সরাইল, সারাদেশ 10 February 2023 ৭০

সরাইল।।

নির্মাণাধীন টিনশেড ঘরের কাজ করতে গিয়ে সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাইলা চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ী সরাইলের চুন্টা ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের নুর মিয়ার ছেলে রজব আলী (৩২)। সরাইল থানার ওসি আসলাম হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় পানিশ্বর ইউনিয়নের নাইলা চকবাজারের নির্মাণাধীন টিনশেড ঘরের সাইড দেয়ালে প্লাস্টার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রজব আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একপর্যায়ে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।