আশুগঞ্জে অটোচালক ইমন হত্যার রহস্য উদঘাটন পৃথক মামলায় গ্রেফতার ৬

১১ ফেব্রুয়ারি, ২০২৩ : ৫:৫৮ অপরাহ্ণ ৫৩

আশুগঞ্জ।।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আলোচিত অটোরিক্সা চালক ইমন (১২) হত্যাকান্ডের মামলা রহস্য উদঘাটিত হয়েছে। শুক্রবার রাতে হত্যাকান্ডের সাথে জড়িত তিন যুবককে গ্রেফতার করলে আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি প্রদান করেছে।  আটকরা হলেন, আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা নতুন চক বাজার এলাকার মৃত সাইদ মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া প্রকাশ রহিজ শাহ (২০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ (পশ্চিম পাড়া) গ্রামের মৃত দিল্লুর আলীর ছেলে মোখলেছ মিয়া (৪০) ও সরাইল উপজেলার নোয়াগাও পূর্ব পাড়ার আন্নর আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৬)। অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই ইমনকে রশি দিয়ে হাত পা বেধে তার পরনের গেঞ্জি গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে আদালতের জবানবন্ধিতে স্বীকারোক্তি দেন ধৃতরা। শনিবার আশুগঞ্জ থানার পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।এর আগে বিগত বছরের ২২ ডিসেম্বর আশুগঞ্জ উপজেলার তালশহর আন্দিদিল-খড়িয়ালা পাকা রাস্তার পাশের্^র ডোবা থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় অটো রিক্সা চালক মোঃ ইমন মিয়ার (১২) লাশ উদ্ধার করে পুলিশ। ইমন একই উপজেলার মৈশাইর গ্রামের নাছির মিয়ার ছেলে।
আদালতে দেয়া আসামীদের জবানবন্দিতে বলা হয়, নিহত ইমনের লাশ উদ্ধার হাবার চার দিন আগে বিগত বছরের ১৮ ডিসেম্বর রাত ২টায় রাজু মিয়া (প্রকাশ রহিজ শাহ) অন্যদের যোগসাজশে ভাড়াটে সেজে ইমনের অটোরিক্সায় উঠে। এরপর তালশহর গ্রামের আন্দদিল-খড়িয়ালা পাকা রাস্তার পাশের হাজী মহিবুল্লাহর নির্মানাধীন মুরগির ফার্ম সংলগ্ন এলাকায় এসে রশি দিয়ে ইমনের হাত পা বেধে নিজের পরনের গেঞ্জি গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে অটো রিক্সাটি নিয়ে যায়। এ সময় ইমনের লাশ রাস্তার পাশের একটি ডোবাতে ফেলে দেয়া হয়। এরপর অপর আসামী মোখলেছ অটোরিক্সাটি সরাইল কালিকচ্ছ বাজারের অপর আসামী জাহাঙ্গীরের মালিকানাধীন গ্যারেজে নিয়ে পরষ্পর যোগসাজশে ৩৬ হাজার ৫শত টাকা বিক্রি করে তিনজনে ভাগ করে নেয়।আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, পুলিশ বিচক্ষণতার সাথে তদন্ত করে একটি ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে। ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এদিকে একই দিন চালককে মারধর করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনার আরেকটি পৃথক মামলার রহস্য উদঘাটনসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মইন্দ গ্রামে মোখলেছ মিয়ার ছেলে মোঃ শিপন মিয়া (২০), আশুগঞ্জ উপজেলার আড়াইসীধা গ্রামের রফিক মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া (১৮) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে রাব্বি ওরফে কালু (২০)।গত ৯ ফেব্রুয়ারি সোনারামপুর এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম নামে এক অটো চালককে মারধর করে তার অটোরিক্সাটি ছিনাতাই করে নিয়েছিল তারা।আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, পৃথক ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি ছিনতাই হওয়া দুটি অটোরিক্সাও উদ্ধার করা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com