আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশুগঞ্জ, সারাদেশ 11 February 2023 ৮১

আশুগঞ্জ।।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর (এপিসিএল) ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এপিসিএল এর নিজস্ব মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর (এপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস প্রমুখ।
প্রতিযোগিতার শুরুতে বিদ্যুৎ বিভাগের সচিবসহ অতিথিবৃন্দ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল, বিভিন্ন প্যারেড গ্রুপ ও ক্রীড়াবিদদের মনোজ্ঞ মার্চপাস্টে অভিবাদন গ্রহণ করেন। এরপর আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে। এতে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরা হয়।
পরে দিনভর আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, কোম্পানীর কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারিদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ণিল ও আনন্দমুখর এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।এবারের প্রতিযোগিতায় মোট ৩৩টি ইভেন্টে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর (এপিসিএল) কর্মকর্তা-কর্মচারিরা ও মোট ৮০টি ইভেন্টে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।