আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

অমর একুশে বইমেলায় ‘ময়াবন্দি”গ্রন্থের মোড়ক উম্মোচন করেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

জাতীয়, বিশেষ প্রতিবেদন, মুক্তমত, সারাদেশ 15 February 2023 ৬২

ঢাকা।।
অমর একুশে বইমেলা ২০২৩ লেখক মোসলে উদ্দিন সাগরের উপন্যাস ‘ময়াবন্দি” গ্রন্থের মোড়ক উম্মোচনে প্রধান অতিথি ছিলেন, বাংলা একাডেমির জীবন সদস্য, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার সম্মানিত ট্রেজারার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড -১) প্রফেসর ফাহিমা খাতুন। মানুষ চরিত্রের মানুষ চাই” স্লোগানকে কেন্দ্র করে মানুষবোধের মানুষ সৃষ্টির প্রত্যয় নিয়ে সৃষ্ট মানুষের পৃথিবীর একটি বিজ্ঞাপন হলো ‘ মায়াবন্দি’ উপন্যাস। ধর্ম-বর্ণ ভেদে মানুষে মানুষে এক মায়ার বন্ধনকে মজবুত করতে উপন্যাসের প্রধান চরিত্র বৃন্ত তার বাবার জঙ্গলে সৃষ্ট মানুষের পাঠশালাকে’ সমাজ সম্মুখে প্রতিষ্ঠা করে শুরু করেন মানুষ চরিত্রের মানুষ সৃষ্টির সংগ্রাম। আর এ সংগ্রামটি প্রথম তার সহপাঠি মহোর্মির অন্ত:সত্ত্বার বিষয়টি জেনেও তার দুঃসময়ে একজন মানুষ হিসেবে পাশে দাঁড়িয়ে সমাজের সকল কুদৃষ্টির বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করে মানুষের মায়া-মমতা ও মানুষবোধের মূল্যবোধকে আগলে রেখে এগিয়ে চলে ‘মায়াবন্দি’ র স্লোগান।