আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের ৪দিন ব্যাপী জাতীয় ক্যাম্পের উদ্বোধন

বিনোদন, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, মুক্তমত, সারাদেশ 15 February 2023 ৮১

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় খেলাঘরের জাতীয় শিশু-কিশোর প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে চার দিনব্যাপি। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে আজ বিকাল থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ক্যাম্পের মূল স্লোগান—‘বাল্য বিবাহকে না বলুন’। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক পান্না কায়সার। খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, অভিনেত্রী শমী কায়সায়, প্রণয় সাহা, শাহাদাৎ হোসেন নিপু। ক্যাম্পে বাংলাদেশের পাঁচ শতাধিক শিশুসহ ভারতীয় দুটি শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেছেন।