ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যামে প্রথম দিন অতিবাহিত করেছে শিশু কিশোররা। এই ক্যাম্প চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ক্যাম্পের মূল স্লোগান—‘বাল্য বিবাহকে না বলুন’। সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুর রাহমান শহীদ।আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক মন্ডলীর সদস্য হান্নান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,নোঙ্গর জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ প্রমুখ। পরে বিভিন্ন আসরের শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।এতে কবিতা,গান,নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এ ক্যাম্পে বাংলাদেশের পাঁচ শতাধিক শিশুসহ ভারতীয় দুটি শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেছেন।আজ ও দিনব্যাপী অনুষ্ঠান হবে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor