আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র হাতে নিয়ে ছিলাম—মোকতাদির চৌধুরী এমপি

জাতীয়, বিনোদন, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 17 February 2023 ৮৪

ব্রাহ্মণবাড়িয়া।।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,জয় বাংলা শ্লেগানকে বুকে ধারন করতে হবে।জয় বাংলা এখন জাতীয় শ্লোগান। জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে আমরা অস্ত্র হাতে নিয়ে ছিলাম। তিনি আরো বলেন,১৯৭১ সালে জয় বাংলা আমাদের শক্তি ও সাহস যুগিয়ে ছিল।শিশু কিশোরদের সাথে মিশলেই ভাল মানুষ হওয়া যায়।শিশু কিশোরদের নিয়ে সুন্দর পৃথিবী ও দেশ গড়ার জন্য আমার জীবনের শেষদিন পর্যন্ত কাজ করে যাব।শিশু এবং কিশোররাই হল আগামী দিনেন ভবিষ্যৎ।বিকালে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে খেলাঘর আসরের চারদিন ব্যাপী ক্যাম্পের তৃতীয় দিনের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে আজ শুক্রবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যামে তৃতীয় দিন অতিবাহিত করেছে শিশু কিশোররা। এই ক্যাম্প চলবে আগামীকাল ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ক্যাম্পের মূল স্লোগান—‘বাল্য বিবাহকে না বলুন’।আজ বিকালে আলোচনা অনুষ্ঠিত হয় এতে কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি ডাঃ আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক প্রনয় সাহা,সভাপতি মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্বা শফিকুর রহমান শহীদ,এডঃ ইমাম হোসেন ঠান্ডু,হান্নান চৌধুরী,ভারত থেকে আগত সর্বভারতীয় সবপেয়েছির আসরের সাধারন সম্পাদক দিলীপ চক্রবর্তী,জেলা খেলাঘর আসরের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা রতন কান্তি দত্ত প্রমুখ।এতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সহ-সাধারন সম্পাদক এডঃ সুনীল কুমার মিন্টু ও জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রন্জন সরকার। পরে বিভিন্ন আসরের শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।এতে কবিতা,গান,নিত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এ ক্যাম্পে বাংলাদেশের পাঁচ শতাধিক শিশুসহ ভারতীয় শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেছেন।আজ ও দিনব্যাপী অনুষ্ঠান হবে।