আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নব নির্বাচিত সভাপতিকে বিদায় জানাতে আখাউড়া স্থলবন্দরে শুভাকাঙ্খীদের ঢল

আখাউড়া, আন্তর্জাতিক, বিশেষ প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া সদর 17 February 2023 ৮৩

ব্রাহ্মণবাড়িয়া।।
চিকিৎসার জন্য আবারো ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালের উদ্দেশ্যে আজ  শুক্রবার মুম্বাইয়ে অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র স্টাফ রিপোর্টার রিয়াজউদ্দিন জামি। সকাল সাড়ে ৭টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়াস্থ নিজ বাসভবন থেকে আখাউড়া স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা হন। সেখানে ইমিগ্রেশনের কাজ শেষ করে তিনি আজ সকাল পৌনে ৯টার দিকে সীমান্তের শূণ্যরেখা অতিক্রম করে আগরতলায় প্রবেশ করেন। সেখান থেকে তিনি স্থানীয় সময় সকাল ১১টায় বিমানযোগে মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে মেধাবী ও মানবিক সাংবাদিক রিয়াজউদ্দিন জামিকে বিদায় জানাতে আখাউড়া স্থলবন্দরে তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধুমহল, আত্মীয়স্বজনসহ শুভাকাক্সক্ষীরা তাকে দেখতে এবং সুস্থতা কামনা করে বিদায় জানাতে ভীড় করে। এ সময় শুভাকাঙ্খীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুচিকিৎসা ও সুস্থতা কামনা করেন। বিদায়বেলায় স্থল বন্দরের শূণ্য রেখাজুড়ে এক আবেগঘন পরিবেবেশের সৃষ্টি হয়। এ সময় শারীরিকভাবে অসুস্থ জামির জন্য সকলেই দোয়া কামনা করেন। তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া  যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, দৈনিক ইস্টার্ন মিডিয়ার সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মিয়া, সাংবাদিক মাসুক হৃদয়, আজিজুর রহমান পায়েল, শাহাদাৎ হোসেন, মনিরুজ্জামান পলাশ, আশেক মান্নান হিমেল, ইমিগ্রেশন কর্মকর্তা মোঃ মোর্শেদ, তৌহিদুর রহমান নিটল, মেহেদী নূর পরশ, মোঃ খন্দকার শফিকুল আলম স্বপন, সরাইল রিপোর্টাস ইউনিটের সভাপতি মোঃ নুরুল হুদা, সংবাদকর্মী মোঃ রুমেল, প্রকাশ দাস, ক্যামেরা পারসন মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাসেল, কুমিল্ল সমিতির সাধারণ সম্পাদক এইচ.এম.এম. জামান, ব্যবসায়ী মোঃ হান্নান, মোঃ আজিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্বজনরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মেধাবী সাংবাদিক রিয়াজউদ্দিন জামি ক্যান্সার আক্রান্ত হয়ে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞদের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। সেখানের প্রটোকল অনুযায়ী তিনি রাজধানী ঢাকা থেকে ৬টি ক্যামোথেরাপী সম্পন্ন করেছেন।