
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে খেলাঘর আসরের চারদিন ব্যাপী খেলাঘর আসরের জাতীয় শিশু কিশোর প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী দিনের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যামে এর সমাপ্তি ঘটে।ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ মাঠে আজ ১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যামে সমাপনীর দিনে অতিবাহিত করেছে শিশু কিশোররা দুপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন এক বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যামে।এসময় নেতৃবৃন্দরা বলেন,শিশুরাই হচ্ছে আগামীদিনের ভবিষ্যৎ। আমাদের দায়িত্ব ও কর্তব্য বোধ থেকে খেলাঘর করি।আমরা চাই প্রত্যেকটা শিশুর মুখে হাসি।এবারের ক্যাম্পের মূল স্লোগান—‘বাল্য বিবাহকে না বলুন’। পরে বিভিন্ন আসরের শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।এতে সারাদেশের ৪০টি জেলার খেলাঘর আসরের শিশু কিশোররা অংশ গ্রহন করেন।এছাড়াও ভারতের কোলকাতার শিশু সংগঠন সব পেয়েছির আসর,ত্রিপুরার ভুবনেশ্বরী টেলিভিশনের শিশু কিশোররা অংশ নেন।এত অংশ গ্রহনকারীরা কবিতা,গান,নিত্য,বিভিন্ন ডিসপ্লেসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।এ ক্যাম্পে বাংলাদেশের পাঁচ শতাধিক শিশুসহ ভারতীয় শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ গ্রহন করেছেন।আজ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠিত হয় এতে জেলা খেলাঘর আসরের উপদেষ্টা ডাঃ শওকত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর সভার প্রধান নির্বাহী আব্দুল কুদ্দুস্,। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাধারন সম্পাদক প্রনয় সাহা,সভাপতি মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্বা শফিকুর রহমান শহীদ,এডঃ ইমাম হোসেন ঠান্ডু,হান্নান চৌধুরী,অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম,ভারত থেকে আগত সর্বভারতীয় সব পেয়েছির আসরের সাধারন সম্পাদক দিলীপ চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ। এতে স্বগত বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারন সম্পাদক নীহার রন্জন সরকার।