আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নবীনগরে ২০ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার

নবীনগর, সারাদেশ 24 February 2023 ১১০

নবীনগর।।

নবীনগরে পুলিশের পৃথক অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।জানা গেছে,আজ শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীমারমপুর খেয়া ঘাট থেকে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী শহিদ মিয়া ও কনিকাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে ছয় কেজি গাঁজাসহ আরেক মাদক ব্যবসায়ী মানিক হোসেনকে (২৪) আটক করে থানা পুলিশ।নবীনগর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার এর স্বীকার করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।