আজ আশুগঞ্জে সাধক পুরুষ শাহ আবদুল কাদির শাহ (রহ:)স্মরনে বাউল উৎসব

১ মার্চ, ২০২৩ : ৫:১২ অপরাহ্ণ ৬২

আশুগঞ্জ।।

ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া গ্রামে আধ্যাত্মিক সাধক পুরুষ শাহ আবদুল কাদির শাহ (রহ.) এর স্মরণোৎসব ও বার্ষিক ওরস উপলক্ষে আজ বৃহস্পপতিবার বাউল উৎসব অনুষ্ঠিত হবে। বাউল উৎসবে ব্যাপক ভক্ত ও আশেকানদের সমাগম ঘটবে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সারারাত ব্যাপী চলবে এই বাউল উৎসব। এছাড়া নবনির্মিত শাহ আবদুল কাদির শাহ পাঠাগারেরও উদ্বোধন করা হবে। এবার গান পরিবেশন করবেন ভারতের ত্রিপুরার রাজা হাসান, কুষ্টিয়ার লালন শিল্পি শবনব রাখি। রাতে অনুষ্ঠিত হবে পালাগান। গান পরিবেশন করবেন দেশ বরেণ্য বাউল শিল্পী রুমা সরকার ও জহির পাগলা। উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বেশেষে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।এই ব্যাপারে বাউল উৎসব আয়োজক কমিটির সভাপতি ও শরীফপুর ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী জানান- আমাদের এই বাউল উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com