
নবীনগর।।
নবীনগরে তিতাস নদীতে নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।আজ বুধবার (১ মার্চ) বিকেলে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের ওমর ফারুকের ছেলে হাফেজ মোহাম্মদউল্লাহ্ (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের প্রহ্লাদ চৌধুরীর মেয়ে রাত্রী চৌধুরী (১৫)। রাত্রী বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ সোহেল নৌকাডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, একটি যাত্রীবাহী নৌকা ২০/২৫ জন নিয়ে নবীনগর থেকে তিতাস নদী দিয়ে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর মির্জাচরে যাচ্ছিল। নবীনগরের সীতারামুর গ্রাম অতিক্রম করার সময় নদীর মাঝখানে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়।
এ সময় নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।এঘটনায় আরো নিখোঁজ রয়েছে বলে এলাকাবাসী ধারনা করছেন।