আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খালে চালক নিহত

আখাউড়া 2 March 2023 ৫০

আখাউড়া।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি বোঝাই ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (০২ মার্চ) ভোররাতে উপজেলার মনিয়ন্ধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম শেখ পারভেজ (২২)। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার শাহ আলম মিয়ার ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোররাতে মাটি বুঝায় ট্রাক্টর নিয়ে কর্ণেলবাজার সড়ক ধরে মনিয়ন্ধের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি মনিয়ন্ধ এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এসময় উপরের দিকে তোলার চেষ্টা করলে ট্রাক্টরে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক পারভেজের মৃত্যু হয়।আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।