
ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ফাইভ স্টার ক্লাবের ৪শ’তম চিকিৎসা শিবির উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আজ শুক্রবার বিকেলে চিকিৎসা শিবির উদ্বোধনের পর ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। ক্লাবের সভাপতি আতাউর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিন্টু ভৌমিক, সাবেরা সোবহান স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান ভুইয়া, ওমর ফারুক, কাজী কামাল উদ্দিন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি হামিদুল হক ভুইয়া হামদু, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বপন রায়, মাছিহাতা মডেল ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল হক পাভেল, সদর যুবলীগ সভাপতি আলী আজম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি ফাইভ স্টার ক্লাব সমাজসেবায় একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন। তিনি ফাইভ স্টার ক্লাবের চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করে ক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন।প্রসঙ্গত, ফাইভ স্টার ক্লাব এ পর্যন্ত মোট ১ লাখ ৬৫ হাজার ৫শ’ ৩ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দিয়েছে। এর মধ্যে ২৯ হাজার ৪শ’ ৫৬ জনকে অপারেশন করা হয়। উদ্বোধন হওয়া ৪শ’তম চিকিৎসা শিবিরে ৫০৩ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে ২১১ জনকে চোখের অপারেশনের জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।