আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

আগামীকাল ঐতিহাসিক ৭ই মার্চ।। জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচী

জাতীয়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 5 March 2023 ৫৪

ব্রাহ্মণবাড়িয়া।।
আগামীকাল মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ। দিবসটি যাথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে জেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে রয়েছে ১ মার্চ থেকে ৭ই মার্চ পর্যন্ত জেলার সকল গুরুত্বপূর্ন স্থানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন সহ সংশ্লিষ্ট আলোকচিত্র, তথ্যচিত্র এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ডকুমেন্টারী ও চলচ্চিত্র প্রদর্শনী। ৬ মার্চ সোমবার বিকেল ৩টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় নিয়াজ  মুহাম্মদ স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা। ৬ মার্চ বিকেল ৪টায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় নিয়াজ  মুহাম্মদ স্টেডিয়ামে মহান স্বাধীনতার মাস ও  ঐহিতাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে জয় বাংলা কনসার্ট।৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, প্রতিষ্ঠানসমূহ, এবং বেসরকারি ভবন সমূহে সঠিক নিয়মে ও সঠিক মাপের জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও গার্ড অব অনার প্রদান। একই সময়ে জেলা পরিষদ মিলনায়তনে জেলা শিশু একাডেমীর উদ্যোগে ৭ই মার্চের ভাষন প্রতিযোগীতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু স্কয়ারে রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রক্তদানসহ রক্তের গস্খুপ নির্নয়, রক্তের শর্করার পরিমান নির্নয় ও ওজন মাপা কর্মসূচী। ৭ মার্চ জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হবে আন্তঃস্কুল কুইজ প্রতিযোগীতা। একইভাবে কলেজ পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগীতাসহ ব্রাহ্মণবাড়িয়া যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে রচনা প্রতিযোগীতা।