কসবায় অটোরিকশা উল্টে কিশোর নিহত

৮ মার্চ, ২০২৩ : ৫:৫৩ অপরাহ্ণ ৩৪

কসবা।।
কসবায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার কসবা পশ্চিম ইউপির কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের আকছিনা বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়মুন (১২) জেলার কসবা পৌরসভার কৃষ্ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার দুপুরে উপজেলার কসবা-নয়নপুর আঞ্চলিক সড়কের কসবা পশ্চিম ইউপির আকছিনা বটতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সায়মুনের মৃত্যু হয়। জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com