আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

আখাউড়া, সারাদেশ 8 March 2023 ৫২

আখাউড়া।।

আখাউড়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চারা বটগাছ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আজ বুধবার (৮ মার্চ) সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করেন।নিহত ব্যক্তির বয়স অনুমানিক ৫০ বছর।আখাউড়া রেলওয়ে থানার সহকারি পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ট্রেনে কাটা পড়ে তার হাত, পা, মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ।নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে আরো জানান।