সরাইল।।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার রাজাবাড়িয়া কান্দিতে প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রাজাবাড়িয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আ. রহমান মিঠুন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মির্জাপুর এলাকার আ. জলিল ব্যাপারীর ছেলে। এ ঘটনায় তার অপর ভাই মো. লিটন মিয়া আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর বড় ব্রিজের কাছে রাজাবাড়িয়া কান্দি এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই ভাই ছিটকে পড়েন। পরে পুলিশ গিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিঠুন নামে এক জন মারা যান। আরেক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[gs-fb-comments]Copyright © 2023 Amaderkatha | Design & Developed By: Design Ghor