সরকারের উন্নয়নের ধারাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কাজ করবে–চেয়ারম্যান

১০ মার্চ, ২০২৩ : ৫:৩৬ অপরাহ্ণ ৩৯

ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, বর্তমান সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা এবং জনস্বার্থমূলক গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে তৃনমূল পর্যায়ে সরকারের সকল উন্নয়ন কর্মসূচি পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কাজ করবে।তিনি আজ সদর উপজেলার বিরামপুর গ্রামে আবুল কালাম মাষ্টারের সভাপতিত্বে এলাকাবাসীর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সাবেক সংস্থাপক সচিব ড: মিজানুর রহমান, ঢাকা ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক প্রমুখ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

[gs-fb-comments]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com