আমরা সময়ের কথা সময়ে বলি।

Advertisement

অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সদর, সারাদেশ 21 March 2023 ৬২

ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। আরো তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাক্টরচাপায় মর্জিনা বেগম (৪৮) অটোরিকশা যাত্রী নিহতের বাড়ী জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেশ্বর গ্রামের বাছির চৌধুরীর স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে অটোরিকশায় করে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভাতশালা এলাকায় পৌঁছলে অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে মর্জিনা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার ছেলে ও দুই পুত্রবধূ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আখাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তানিয়া আক্তার নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।